শাক শবজির বাগান জুড়ে
একটু ঘুরে আসি
ভেংচি কেটে,দোহাই না যেন
করেন হাসাহাসি।
ভাতে মাছে বাঙালি আর
শাক শবজি খেতে
গাঁও মানুষের হয় না তেমন
হাট বাজারে যেতে।
কুমড়ো,পুঁই আর ডাঁটার শাকে
শবজি পাড়ার টীম
বলতে পারেন মধ্যমণি
হলেন বুঝি সীম ।
বেগুন ,পটল,শসা,পেঁপে
চিংড়ি পেলে সাথে
আয়েস ভরে যায় চলে সে
সবার পাতে পাতে।
ছোট‘র মাঝে যেমন তেমন
বড়‘র কাছে লাউ
বেশ কদরে থাকেন যত
ইচ্ছে মত খাও।
ভাজিটাজী মুরগি, গোস এ
বেশ রয়েছে চালু
সেই ভরসা মাথায় ঘুরে
মৌজে আছেন আলু।
সবাই জানি শবজি খেলে
হয় না তেমন ক্ষতি
ক্যামিকেলের ছোঁয়া পেলেই
বাড়ায় যে দু্র্গতি।