শব্দ নিয়ে খেলাধূলা
শব্দ নিয়ে থাকি
শব্দ আমার কোষে কোষে
করছে ডাকাডাকি।
তা দেখে কেউ দু‘চোখ বাঁকায়
কেউ বা আবার মুন্ড ঝাঁকায়
কেউ আড়ে কয়, টের পাবে গো
নেই বেশীদিন বাকী।
তেতো কড়া লিখছ ছড়া
মিছিল মিছিল গন্ধে ভরা
ছবর বাছা ভাঙবে পাছা
বাঁচলে তো খুব লাকী।
শব্দ আমার জীবন মরন
শব্দ নিয়েই থাকি।