পাল্টে গেছে হঠাৎ কথার সুর
ডুব সাঁতারে যাবেন কত দূর
পিছন পিছন করছে ধাওয়া যম
দেখব খেলা এবার অনুপম।

বৃষ্টি যেদিক সেদিক ধরেন ছাতা
হিসেবে নেই ত্রুটি পাবেন ভাতা
বক তাপসী ছল চাতুরী খেলা
ভাঙবে এবার সুখ নগরীর মেলা ।