যত বলি একা একা
মার্কেটে যাবি না
পথ্ ঘাটে খোলামেলা
এটা ওটা খাবি না।

কথা মোটে শোনে সে
নাকি হাতে গুনে সে।

বলি যত ব্যান্ড দলে
বাজে গান গা‘বি না
যার তার কাছে গিয়ে
টাকা ধার চা’বি না।

কথা কারো শোনে সে
নাকি হাতে গুনে সে।

সংসার বাড়ি ঘর
মোটে আর ভাবি না
ভাবনাটা শুধু আজ
ছোট মেয়ে সাবিনা।