একদিন তার চোখ দু‘টো এসে বললো
তোমাকে ছাড়া আমি কিছুই দেখি না
শোনে গেলাম চুপচাপ
পরদিন এসে বলে
তোমাকে ছাড়া কোন স্বপ্ন ও দেখি না আমি
তাও শোনে গেলাম
আবারো একদিন এসে বলে
জানো তোমাকে ছাড়া কোন কল্পনা ও আমি করতে পারি না
আমি কোন জবাব দিলাম না
এবার রেগে-মেগে
তুমি কিছু ই বলছো না যে
বললাম আমাকে নিয়ে এতো কান্ড
তাহলে আমাকেই নিয়ে যাও।

মাথা নেড়ে বললো ‘না’
আমার স্বপ্নরা যে তাহলে ফিরে আসবে না কোন দিন।

(অনেক পূরানো একটি খাতায় হঠাৎ এ লেখাটি পেয়ে ভাবলাম পাগলামিটা শেয়ার করে দেই)