বুকের ভাষা
মুখে বলি
ছিলাম জানি
কুসুম কলি
কিন্তু আজ

পাপড়ি মেলা
মনেও দোলা
আউলা চুলও
বাঁধন খোলা
ভাঙাও লাজ।

জীবন ছবি আঁকি
রাঙা এ মুখ ঢাকি।