রেলের গাড়ি চলছে রেলে
মাঠ,গাঁ,শহর পেছন ফেলে
যম কালো ঝড় বাতাস মেঘে
যাচ্ছ কোথায় তুফান বেগে
একটু থামো মোদের গাঁয়ে
গাছ গাছালির শান্ত ছায়ে
যাবে কোথায় অনেক দূরে
গাজীর হাটে? মধুপুরে
মধুপুরেই বাপ মা থাকে
মন কাঁদে যাই দেখতে মাকে
নেবে আমায় তোমার সাথে
নেই ভাড়া ভাই আমার হাতে
মিটিয়ে দেবো পেলেই টাকা
কথা দিলাম সত্যি পাকা।