কানে তালা
বল্লাম ই তো
একটা বিয়া।
ওরা কারা?
ঘুরতে দেখি
একই সাথে
হাতে হাতে, কতই খেলা ।
বড় ই জ্বালা
যান তো মিয়া
নিজের কাজে
ক‘টা বাজে?
ওরা ছিল পূরাণ সাথী
খাওয়া দাওয়া, ঘুরাঘুরি
একটু মেশা , একটু ঘেঁষা
কি লাভ শুনে।
যান তো মিয়া
ভাবনা এখন শুধু নিজের
ঘর কে নিয়া
হাঁড়ে হাঁড়ে পাচ্ছি তো টের
স্বাদের বিয়া
যান তো মিয়া
বাজে এখন রাত বারোটা ।