নীল খামে আজ দিলের কথা
দিলাম আমি ভরে
অনেক কথা কান্না ব্যথা
দেখবে তুমি পড়ে।
দেশ বিদেশে ঘুরার কথা
একলা বসে পোড়ার কথা
আছে ফেরা স্বপ্ন ঘেরা
শান্তি সুখের ঘরে।
হাসি খুশি মিষ্টি মনের
ছেলে মেয়ে প্রিয় জনের
আড্ডা দেয়া সন্ধ্যা সকাল
কাঁদছে মরু চরে।
নীল খামে সব লিখে দিলাম
দেখবে তুমি পড়ে।