প্রশ্ন ঈদের কাছে
নেই আমদের থাকার বাড়ি
কোথায় পাবো ভাতের হাঁড়ি
ঘুরছি মোরা পথে ঘাটে
আশ্র-বিহীন জীবন কাটে
দিচ্ছে না ঠাঁই মানব সমাজ
সমাজ কোথায় আছে
প্রশ্ন ঈদের কাছে।
ঠাঁই ছাড়া নাই ঈদের খুশি
কোন দোষে আজ আমরা দোষী
ধূকে ধূকে মরছি ঘুরে
বারুদ গোলা আকাশ জুড়ে
দেখছে মানুষ চেয়ে
ভয়-ভীতি রোজ দিনে রাতে
ঘাতক জালেম অস্ত্র হাতে
কেউ দেখে না ব্যথা মোদের
অশ্রু ঝরে বেয়ে
দেখছে মানুষ চেয়ে।
প্রশ্ন ঈদের কাছে
আজকে খুশির ঈদের দিনে
মরছে শিশু খাদ্য বিনে
বলুন মানুষ মোদের কি আর
ঈদের মানে আছে
প্রশ্ন ঈদের কাছে।