মমিনুল হক
গতরাত একদম কালো
বৃষ্টির ছাঁদ ফেটে
কি ঝড়
গাছের মাথা দোলাতে থাকল অহরহ
পাখির ঝাঁক কাঁন্নার পাখা মেলে
একদম হারিয়ে গেল।
এভাবে বৃষ্টি ঝড়
পৃথিবীর সবটাই কি নেবে দখলে।
কিন্তু আমার মনে হয়
মানুষের অন্যায়ের কাছে এটা কিছুই না।
পৃথিবীর সব সাগর ভাসছে শুধু অন্যায় ই তো দেখছি তাতে