সকাল বেলার পাখি
করছে ডাকাডাকি
রাঙা সূরুয ওঠল জেগে
খুলে অলস আঁখি ।
সকাল বেলার পাখি।
ঘুচল ঘুমের আঁধার রাতি
জ্বলল আবার উজল বাতি
জাগল এবার জীবন তরী
ভিন্ন সাজে না কি?
সকাল বেলার পাখি।
সজীবতার চপল ছোঁয়া
লাজ ভুলে আজ গাঁও বধূয়া
জীবন প্রাণে ঢেউ তোলে সুর
প্রাণের মাখামাখি।
সকাল বেলার পাখি।