চাঁদটা যেদিন আকাশে দেয় উঁকি
জানলা খুলে দাড়িয়ে থাকে খুকি ।
পরের রাতে চাঁদটা আরো বাড়ে
খুশি খুকু চাঁদকে দু‘হাত নাড়ে।
নানান কথা দাড়িয়ে চুপিচুপি
কোথায় পেলো চাঁদটা এমন রূপ ই।
পূর্ণচাঁদে ঝলমলে এক থালা
খুকু গাঁথে গান্ধাফুলের মালা।
হেসে হেসে ডাকবে এসো কাছে
আমার অনেক রেশমী জামা আছে।
দেবো তোমায় যেটি তুমি চাও
শুধু আমায় একটি কথা দাও।
দেবে আমায় পরীর মত ডানা
ওড়তে গেলে করবে না আর মানা।