ভাঙা সেঁতুর মত নড়বড়ে
দু’পায়ে দাড়িয়ে আছি
একজন মানুষের যা যা থাকা দরকার
চোখ, কান, জিহবা নাক
সবই আছে ।

আছে খাট পালঙ্ক ঘর সংসার
এমন কি চমৎকার একটা বউ।

আপনারা প্রতিদিন এই পথ দিয়ে হেঁটে যেতে দেখছেন আমাকে
মনে মনে ভাবছেন কে এই লোক
ফিটফাট ফুটানি মার্কা কাপড়ে হেঁটে যায় রোজ ।

একবার হয়েছিল কি জানেন
একদল তোষামোদি শব্দ পিছু নিয়েছিল
পরদিন কি করলাম যুঁৎসই একটা হাঁতুড়ি সঙ্গে নিলাম
তোষামোদিরা পিছু নিতেই
গায়ের সব শক্তি দিয়ে এমন জোরে মারলাম
হুড়মুড় করে সেই যে পালাল
এখন আমার ভালই কাটছে দিন ।

আমার শিক্ষা দীক্ষার কথা যদি বলেন
শুধু এটুক বলতে পারি
বাংলা ভাষার অক্ষর গুলোকে বেশ চিনতে পারি
তাদের রঙ ঢং খেল তামসা
বুঝতে অসুবিধা হয়না মোটে ।

মজার কথা কি জানেন
আমি কিন্তু শব্দ দিয়ে ভাল রান্না করতে জানি
কি বিশ্বেস হচ্ছে না বু ঝি ?