তিনটি চোরের মজার আলাপ
ব্যাপার হল এই
করবে না আর চুরি-টুরি
ভাবছে কিছুতেই  ।

অনেক হল চুরির  জীবন
এবার জন সেবা
সামনে এসে বলবে কিছু
আছে এমন কে বা।

জোর দাপটের রাস্তা ছেড়ে
করবে দশের কাজ
ভাল হবার পণ করেছে
ঝেড়ে  লোক লাজ।