পাগলা ঘোড়া
ছুটছে চূড়া
নেই থামাবার
তাড়াহুরা
পাগলা ঘোড়া।

মর্জি যা যার
জ্বলুক বাজার
গাঁন্ধা পঁচা
কি খোঁজ তাজার
জ্বলুক বাজার ।

সের কেজি নয়
ছটাক গ্রামে
কিনতে হবে
অগ্নি দামে
কষ্ট ঘামে।

থাকতে হবে
আধ পেটা রোজ
কেউ আমাদের
রাখবে না খোঁজ
বুঝলি অবুঝ।

কোনমতে
দিন শুধু পার
জ্বলতে থাকুন
নিত্য বাজার
কষ্ট টা কার?