পেশাদার ভালবাসা
মমিনুল হক
ভালবাসার চিড়িয়াখানায় ঘুরতে যাবেন কেহ
সঙ্গে নেবেন একতারাটা ভাঙতে নিজের দেহ।
স্পর্শ কাতার আড়াল নেবেন চাঁদটা কখন জ্বলে
জীবন ঘেঁষা চিত্র দেখে দেয় যদি সব বলে।
রঙ করা ধ্যান শুকনো হাসি টাটকা কথার মালা
সঙ্গে নেবেন খোশবু মেখে কঁচি ফুলের ডালা।
মনের কথা জ্ঞানের কথা ওসব কিন্তু ছেড়ে
নিরব শুনুন প্রেমের শিকড় ওঠবে হুহু বেড়ে।
অল্প কথা অল্প হাসি অল্প নরম ঘেঁষে
জীবনটা ঠিক ছুটবে দারুণ হাওয়ায় ভেসে ভেসে।
আসল নকল রকম পোশাক ওড়বে চোখের নেশায়
যোগ দিতে চান ভালবাসার নূতন সুনীল পেশায়।