দেখুন দেখুন চন্ডি দাসের
চোখ দু‘টো কি লাল
কেউ মেখেছে দু‘চোখে তার
লঙ্কা বাটা ঝাল ।
ঝাল মাখেনি বউ এর সাথে
ঝগড়াতে ঘুম হয়নি রাতে
পান থেকে চুন খসলে লাগে
দু‘জনে গোলমাল ।
চন্ডি দাসের মেজাজ থাকে
গোলমালে আজকাল ।
মনের ভেতর পাপ
সংসারে তার ছাপ।