আগেই বলি
নয় তা এটা আকাশ কুসুম কল্পনা
কিংবা নিজের ইচ্ছে মত
বানানো এক গল্প না।
পান বিড়িতে ব্যবসা শুরু
লোকে যাকে ডাকত কুঁড়ো
রাতারাতি পাল্টে গেলো
এই নিয়ে বাক জল্পনা ।
আশির্বাদে বড় নেতার
রুখবে সিঁড়ি আছে কে তার
টাকা,চেলা,শক্তি সাহস
বলতে পারেন অল্প না।
সত্যি কথা বলছি এটা
মোটেই তা গাল গল্প না।