মমিনুল হক

নীল সাগরের পাখি
তোকে
করছে ডাকাডাকি

কাঁদিস কেন
মরবি ডুবে
আঁখির জলে ই নাকি ।

আকাশ ফাঁকা
একটু তাকা
ক’দিন বা আর বাকী

ওড়ব দু’জন
ঘুরব দু’জন
বল তাহলে রাজী
এই কথাটার সাক্ষী তারা
শুরুটা হোক আজ ই।