পাগল দিয়ে দাও ভরে মা
পাগলা সোনার দেশে
পাগল নিয়ে থাকব মোরা
দারুণ পরিবেশে।
পাগলা টীমে খেলব খেলা
পাগলী পাগল মিলে
লুটেপুটে খাব যা পাই
দেশটা খাব গিলে।
থাকবে পাগল আগে পিছে
থাকবে শত শত
এই পাগলের মাথা টেনে
করবে কে আর নত।
রঙ বেরঙ এর সাজে সেজে
খুশির পরাগ গালে
ঢোল বাজাবে গাইবে কোরাস
নাচবে তালে তালে।
পাগল পাগল পাগল ছাগল
পাগলা রাজার দেশে
পাগল ছাড়া এই গদিতে
থাকবে আবার কে সে?