কান দু‘টো আজ করছে অভিমান
শুনবে না আর মিথ্যা ভাষণ
মিথ্যা গুণ  গান ।

আর যে দু‘টো চোখ
দেখেও কিছু দেখছে না ভাব
দেখলে কি আর নেই কিছু লাভ
ঘটছে কতই দিন দুপুরে
যাচ্ছে শত প্রাণ
চোখও আমার করছে অভিমান ।

নাদুসনুদুস এই দু‘টো হাত
কি যে দেমাক কি অভিজাত
নবাব জাদার মতই থাকে
কোন কাজেই পাই না তাকে
কি করে আর করবে প্রতিবাদ ।

মনের কথা! মনটা যা চায়
সে আছে এক বন্দী খাঁচায়
তার ভেতরে হাজার ঘৃণা
এ ভাবে সে বাঁচবে কি না
ভেবে ভেবে হচ্ছি পেরেশান,

আমার সাথে চলছে সবার
দারুণ অভিমান ।