ও ভাই আমার মাথার ভেতর
একটু গিলু নেই
সব কদমে পিছিয়ে থাকি
হারিয়ে ফেলি খেই।
আমার মাথা আমার কথা
শোনছে না আর মোটে
নিজ ভাবনা ছেড়ে কেবল
পরের দিকে ছুটে।
কার ঘরে নেই অন্ন খাবার
কার ছেলেটার জ্বর
টাকার লোভে ভাঙছে শ্বশুর
কোন বধূয়ার ঘর।
কোথায় লাশের দাফন কাপড়
নেই খরচের টাকা
কার জীবনের স্বপ্ন ভেঙে
অভাবে সব ফাঁকা।
অবিচারের প্রাচীর এসে
কার দ্বারে দেয় হানা
জীবন চলার পথে কাঁটা
সব কিছু নেই জানা ।
দেশ জাতি আর সমাজ নিয়ে
মাথা আমার ঘুরে
আমার কথা ভাবছে না ভাই
আমায় রাখে দূরে।