দাদার বাড়িতে দাদারা আছেন
দিদির বাড়িতে দিদি
আমার বাড়িতে হাজির হয়েছে
চাঁদাবাজ প্রতিনিধি ।
চাঁদা দিয়েছি যা ছিল নগদ
রয়ে গেছে কিছু বাকি
দু‘দিন সময় দিয়ে বলেছে
দিবিনে যেন ফাঁকি ।
গরু বেঁচেছি,ছাগল বেঁচেছি
বেঁচেছি বউ এর বালা
চাঁদা না পেলে শাসিয়ে গেছে
দোকানে লাগাবে তালা।
নিরীহ দোকানী,বাঁচার উপায়
দোকানের আমদানি
কেউ দেখেনা আমাদের এতো
না জানা পেরেশানি।