বিকেল হতেই ঠায় দাড়িয়ে
দেখতে পাবে তাকে
দু‘চোখ ভরা চপল হরিণ
খুঁজছে তার ই মা কে।
হাসনা হেনার মিষ্টি হাসি
লুকিয়ে রাঙা ঠোঁটে
প্রজাপতির পাখনা মেলে
এক দৌড়ে যায় ছুটে।
উড়ে গিয়ে মায়ের বুকে
সোহাগ আদর নেয় যে শুঁকে
ছোট্ট শরীর উজাড় মনে
মায়ের কোলে লুটে।
মা মেয়ের এই অপার খেলা
রোজ দেখা যায় বিকেল বেলা ।