অনাথ

মমিনুল হক

সে ছিল এক নাদোষ নুদোষ
সুবোধ সরল বালক
এ পথ ও পথ ঘুরছে একা
উড়বে  যে নেই পালক।

কেউ ছুঁড়ে দেয় শুকনো রুটি
কেউ মারে টান চুলের ঝুটি
কেউ জানেনা বাপ দাদা কে
কে তার পরিচালক।

হারিয়ে যাওয়া কোন সে মায়ের
বসত কোথায় কোন সে গাঁয়ের
পথে পথে ঘুরছে একা
নিঃস্ব অনাথ বালক
তার মাঝে কি খুঁছছে কিছু
বিশ্ব প্রতিপালক।