ক্ষমতায় কেনো বলোত তুমি
বার বার চাও যেতে
লোভের রসনা দেশটা আরো
লুটেপুটে চাও খেতে।
বয়সের গায়ে জোড়াতালি কত
চামড়া হয়েছে ঢিলে
আয়েস ধনের দিন ফুরালো
কবর খাবে তা গিলে।
শোষণ ক্ষমতার নিখুঁত বিচার
ঘনিয়ে এসেছে দিন
কি ভাবে তুমি শোধবে পাপের
জমেছে অনেক ঋণ ।
সঙ্গী সাথী রইবে না কেউ
বৃথা যাবে সব ধন
নিজের কর্ম বুঝাবে মর্ম
ঘনিয়ে এসেছে ক্ষণ ।