আমার ভেতরে
লুকানো আত্মায়, চাঁদের আলো
পৌঁছাতে পারেনি এখনো ।
ঘুট্ঘুটে অন্ধকার
পাথরের মত। নড়ানো যায় না একচুল।
সচরাচর ও দিকটায় যায় না কেউ।
ঘাসের চিবুকে ঐ যে স্বচ্ছ শিশির কণা
জ্বল জ্বল করে জ্বলছে
আলোটাই তো এর বড় কারিগর ।
আমার যে কি হল
সূর্যের এতো আলো,
অবহেলায় একবার ও তাকায় না
আমার দিকে।
তোমার তো মনে আছে
একদিন আমরা
হৃদয় হৃদয়ে ঠেস দিয়ে
ঘেঁষাঘেঁষি করে বসে ছিলাম
অনেক রাত অবধি,
এতো নিবিড় চুপচাপ
যেন পৃথিবীর কোন আওয়াজ ই
পৌঁছাতে পারেনি সেখানে ।
স্মম্বিত ফিরে পেয়ে কি লজ্জা ।
ভাগ্যিস দু‘জনের ঠোঁটেই
একটু মিষ্টি হাসি এসে বাঁচিয়ে দিল।
আমার মনে হয় কি জান
বুক থেকে পাথরটা সরাতে পারলে
সেই হাসিটা এসে
হয়তো ছড়িয়ে দিতো একটু আলো
ঘুট্ঘুটে অন্ধকারটা পালাত তখন ভেতর থেকে।