অগুনিত অর্থ
ওড়ছে
পোড়ছে
ইচ্ছের সাথে পাল্লা দিয়ে
আনন্দের তরঙ্গ
ভাসিয়ে
উপছে পরা ধূমধামে
শুরু হচ্ছে
নূতন একটি দিন।
একটি দিন হবে শেষ
আরেটি করবে শুরু।
এই যেন নিয়ম।
আর আমরা
আতসবাজির মত
নাটকের অভিনয় শেষ করে
মিলিয়ে যাবো।
প্রতিদিন
একটি
সূর্যের
আগমন আর
অস্ত যাওয়া
দেখতে দেখতে।