মমিনুল হক
বন্ধ কর এবার যত চুরি
কমাও ওজন গায়ের মেদ ও ভুঁরি।
নূতন ভাবে হবে এ দেশ গড়া
দুষ্ট লেজুড় বন্ধ নড়াচড়া ।
চলবে না আর দেশকে খাওয়া লুটে
চোর দালালের দাপট যাবে ছুটে।
অসৎ দাগী নোংরা হবে রোধ
সৎ সাহসীর ফিরবে মূল্য বোধ।
দূর্নীতিবাজ শাসন এবার শেষ
সুশাসনে গড়ব আবার দেশ।