এইটা সাদা
ঐ টা কালো
এইটা খারাপ
ঐ টা ভালো।
এইটা আসল
ঐ টা মেকি
দেশ টা জুড়ে
চলছে এ কি।
এইটা আমার
ঐ টা তোমার
দিন কাটে ভয়
গুলা বোমার।
বলতে নিষেধ
চলতে মানা
শুনতে থাকুন
হাল বাহানা।
তালে তালে
লাগান তালি
পাবেন হবেন
শক্তিশালী ।