মমিনুল হক
অবিচারের হচ্ছে ছুটি
হচ্ছে ছুটি
আসছে সুদিন বাঁধছে মহা
শক্ত জুটি।
সাধ্য কে দেয় বাঁধা এবার
দশের লাঠি
ভুলছে বিবাদ পূরান দিনের
ঝগড়া ঝাটি।
সকল নকল হচ্ছে বিদায়
উল্টো রথে
আসল খাঁটি আসছে নিজের
লক্ষ্য পথে।
নূতন সাজে সাজবে এ দেশ
স্বচ্ছ ঠিক
সব আয়োজন হচ্ছে শুরু
চতুর্দিক।