মমিনুল হক
আমার ঘরের দরজায় নোটিস
সাহস কত
আমি ঘর ছাড়ছিনে
আমার সাফ জবাব ।
এ বাড়ি আমার নিজের রোজগারে কেনা
বউ বাচ্চা নিয়ে পঁচিশ বছর
এখন কিনা বলে ছেড়ে দাও।
মগের মুল্লুক
সাজন কাকার ক্লান্ত মুখের কথায়
শব্দ করছে না কেউ
চুপচাপ শুনে যাচ্চে।
জীবনের কঠিন অধ্যায়ের
বাড়ান্ডায় কি আছে বলার।
যে মানুষটি প্রতি রক্ত বিন্দু খরচ করে
তিল তিল গড়েছে এই সংসার
এই ঘর
তার দরজায় আজ ঝুলছে ‘করোনার‘ নোটিস।