সবাই জানে মনে মনে স্বপ্ন আঁকা
অপরাধের পাহাড় দেখেও নিরব থাকা ।
সবাই জানে কখন কাকে এড়িয়ে  চলা
সুযোগ বুজে কোন কথাটা কখন বলা।
সবাই জানে তুফান ঝড়ে কোথায় যাবে
সব গোছানো আছে ওসব আগে-ভাগে।
সবাই জানে লেবাস বুলি পাল্টে নিতে
কেমন পোশাক পড়বে গায়ে গরম শীতে।
সবাই জানে কেমন করে খুলবে তালা
কোন ওষধে মিটবে নেতার দেমাগ জ্বালা
সবাই জানে তেলের  যাদু সকল কাজে
দারুণ ভাবে চালু খালু এই সমাজে।
সবাই জানে খুনী ডাকুর কদর বেশি
ওরাই ঘুরে অস্ত্রহাতে বাংলাদেশী।