পাইক পেয়াদা উজির নাজির
মঞ্চ ঘিরে সবাই হাজির
মহা বিপদ বঙ্গ রাজার
সমস্যা আজ হাজার হাজার
আছে সময় এ সব দেখার
বিপদ কালে হয় যে কে কার
উধাত্ত রাজার বুদ্ধি মাথার
সমস্যাতে কাটছে সাঁতার
জীবন এখন মরা বাঁচার
ছটফটানি বন্দী খাঁচার
দেশটা জুড়ে জ্বলছে আগুন
যে যার মত জলদি ভাগুন
কোথায় আছে মাল্লা মাঝি
রাজা রানী এক‘পা রাজী
কিন্তু মাঝির বৈঠা নাই
এবার হবে কি উপায় ।