নীল গুলো ভেঙে ভেঙে
লুটে পড়ে জমিনে
দেখো দেখো করছে কি
ঐ বেটা কমিনে।
বেয়নটের ঘায়ে ঘায়ে
থেঁতে অই নীলিকে
বুকটাকে চিরে চিরে
শেষ করে দিলি কে।
মায়া ছবি এঁকে নীলি
ওড়ে যেতো আকাশে
আকাশটা দেখো আজ
ধূ ধূ কত ফাঁকা সে।
বারুদের গোলাগুলি
আগ্ ধোঁয়া এসে কি
নীলিমাকে দিলো ঠেলে
বহুদূর দেশে কি।