মমিনুল হক
ঠিকানা তোর ঠিক আছে তো
ছয় এ‘র মতিঝিল
মনে রাখিস রঙটা খামের
আকাশ আকাশ নীল।
ঠিক সময়ে পাঠিয়ে দেবো
একটা ই তো দিল
দেখিস কত খাঁটি আসল
দেখিস কত মিল।
সুদূর পথে পাহাড় নদী
আছে সাগর বিল
দেবে পাড়ি তাড়াতাড়ি
তোর ই শঙ্খচিল ।
রাখিস খোলা জানলা মনের
দিসনে যেন খিল
রইলো কথা পাকাপাকি
নড় হবেনা তিল।