নথ

মমিনুল হক

রথের মেলায় যায় সারথী
সঙ্গে নিয়ে বীণাকে
বীণার নাকে নথ দেখে জুঁই
বললো ওটা কি নাকে ?

বীণা নাকের নথ দুলিয়ে
জুঁইকে বলে গাল ফুলিয়ে
নাকে পরে জানিস না কি?
নথ পরেছি জী নাকে।