নানী এবং নানায়
রাত দুপুরে হাজির হল
নালিশ নিয়ে থানায়।
পায় না ওদের নাতনী টিকে
খোঁজা খুঁজি চতুর্দিকে
সব ঘটনা সবিস্তারে
ও, সি‘র কাছে জানায়।
প্রেম পিরিতি না না, তা না
শাস্তি যে কি সবার জানা
সুনাম , শাসন খুন্ন করা
এ সব কি তার মানায়।
ভাবছে পিয়া কোথায় তবে
নানী এবং নানায়।
সন্দেহ বেশ মনে মনে
খালার ছেলে আলার সনে
ফুসুর ফাসুর ভাব দেখেছে
বলল সেদিন রানায়।
ভাবছে বসে এ সব কিছু
নানী এবং নানায়।
হয়ত প্রেমের ডানায়
আলা, পিয়া ওঠছে গিয়া
খালার বাড়ি ঘানায়।