‘কবিতার মগজ চিবিয়ে খাবো আজ’
ওরা শুধু খেতে চায়
খেতে চায় মানুষের
শ্বাস
ভালবাসা
ইচ্ছের ডানা ।

ওরা খেতে চায়
যা পায়
সামনে পিছনে ।
গন্ধ শুঁকে শুঁকে
মানুষের মাথা গুজার ঠাঁই  ।

ওরা মানুষের আশা আকাঙ্ক্ষা
ধূলায় লুটিয়ে
বাংলাদেশের বুকে চালায় ছুরি।

কি অদ্ভুত আচরণ
ওরা রাজনৈতিক বেশ্যা
ঘুরে ঘুরে
অফিসের অলিগলি
বাগিয়ে  নিতে চায় সব।

সেদিন কবিতার আসরে ঢুকে
চিৎকার করে বলছে,
‘কোথায় সে কবি
আমি তার কবিতার মগজ চিবিয়ে খাবো আজ’।