গরিবের কলিজা ও
বুক ভরা কান্না
শোষকের উনুনে তা
হয় বুজি রান্না ।

হাঁড়েকাঁপা শীত আর
রোদে পোড়া চামড়া
আছে কোন ঢেরা  ছেঁড়া
আছে কোন কামরা ।

নেই গায়ে সূতো জামা
জুতো কোন সাধ্য
অভাবের ম্যাপে গা‘টা
চায় কিছু খাদ্য ।

দেশ জাতি মানুষের
চুপচাপ  কণ্ঠ
বুদ্ধির মাথা দিয়ে
হবে মুড়িঘন্ট।