দেখুন দেখুন ঝুলছে দেখুন
টাটকা মধুর চাক
যায় কি থাকা একলা দূরে
দাড়িয়ে নির্বাক।

খাচ্ছে সবাই লুটেপুটে
লজ্জা শরম নেই যে মোটে
মধুর লোভে ছুটছে কেমন
বাপরে ঝাঁকে ঝাঁক।

চলুন চলুন দাড়িয়ে কেন
চলুন বসাই ভাগ।