মল্ল যুদ্ধ
মমিনুল হক
বরুন বলে অরুন
দেখলি দাদার অবস্থাটা
সত্যি বড় করুণ ।
দাদার বয়স ষাটের কাছে
আগের মত তাকদ আছে
আটাশের এক যুবার সাথে
কেমন করে লড়ুন ।
ভাঙলো দু’হাত ঘাড়ে ব্যাথা
জিদ করে খেল হয়না জেতা
ধূকে ধূকে একলা ঘরে
কষ্ট নিয়ে মরুন।
বলব কি আর দাদার কথা
সত্যি বড় করুণ ।