মীরজাফর
মমিনুল হক
কে করেছে মীরজাফরী
দেশের সর্বনাশ
সাক্ষী হয়ে থাকবে ইতিহাস।
কে করেছে রক্ত শোষণ
জুলুম বারোমাস
সাক্ষী হয়ে থাকবে ইতিহাস।
কে গড়েছে অট্টালিকা
নিজের সুখের বাস
সাক্ষী হয়ে থাকবে ইতিহাস।
সত্যটা কে মিথ্যা বলে
করছে পরিহাস
সাক্ষী হয়ে থাকবে ইতিহাস।