আমার কি দোষ
আমি কি আর খাচ্ছি একা
খাওয়ার দলে আরো যারা
নামটি ওদের যায় কি লেখা ।

যায় না লেখা যায় না ছোঁয়া
ওদের গায়ে
ওদের কিছু বললে শিকল
নিজের পায়ে।
ওরা সাধু মঞ্চ কাঁপায়
নেতার মালা
গলায় পরে ঘুরছে কেবল
মোদের জ্বালা ।

দিনে সাধু, রাতে কামাই
গোপন পথে
এমন খেলাই চলছে এখন
এই জগতে।
দিচ্ছে ধোঁকা নানান পথে
ছলে বলে
তবু মানুষ ভিড়ছে কেবল
ওদের দলে।

কর্ম বিহীন বেকার ওদের
এটাই খেলা
রাজ্য নিয়ে নীতি বিহীন
কাটায় বেলা ।
লক্ষ কোটি ঘন্টা কাটায়
রাস্তা ঘাটে
খাটছে মানুষ খাটুক ওরা
খেলার মাঠে।

সময় সুদিন ওদের আবার
কিসের ক্ষতি
ওরে মানুষ ভেবে দেখো
এই মিনতি ।