সকাল সন্ধ্যা রাত
আমার সাথে চলছে লড়াই
চলছে প্রতিবাদ ।
কোথায় গেলাম,কোথায় খেলাম
কোথায় কোথায় ঘুরি
সন্দেহ তার মনের কোণায়
হচ্ছে না যেন দূরই।
মনটি বলে যাইরে চলে
ঐ যে খোলা আকাশ তলে
সুখ ছাড়া নীড় ছেড়ে ছুঁড়ে
নীল সাগরে ওড়ি।
ঝগড়াঝাঁটি বাকুম বাক্
আকাশ নীলে ওড়ে যাক।