আমার পরিচয় “ মানুষ  ”

এতো অমানুষী কাজ করে
কি ভাবে পরিচয় দেই
আমি একজন “ মানুষ  ”

বড় লজ্জা পাই।

বর্বরতা , স্বার্থপরতা
মিথ্যাচার, অত্যাচার
নিষ্ঠুরতা আমার ভেতরে বেঁধেছে বাসা
কি ভাবে আর বলি
আমি একজন “ মানুষ ”।

হাত , পা মাথা
চেহেরাটাই কি মানুষের পরিচয়  ?

জিহবায় যা স্বাদ পাই
ঢুকাই পেটে
চোখে যা সুন্দর লাগে
ঘরে নিয়ে আসি
শরীর যা ভোগ করতে চায়
ঢেলে দেই সেই ভোগে
মন যা চায় অর্থাৎ
তাই আমি করি
আমোদ-ফূর্তি  
কত বলি তার রূপ ।

ধন সম্পদের পাহাড়
আরো চাই, আরো চাই
অথচ পাশে
শুয়ে শুয়ে ফরিয়াদ করে বলছে
আমি একজন মানুষ
বেঁচে থাকার জন্য
শুধু এক মুষ্টি আহার চাই।