হুঁশ হারালে
মানুষ ই হয় পশু
নামের মিলে  হয়না
সুবাস বসু।

সাধুর বেশে
যে নেই আসল কামে
কাজের কাজে উধাও যদি
লাভটা কি তার নামে।

সত্যিকারের প্রেমী
ভালবাসে  দেশের  মানুষ মাটি
সবাই জানে কোনটা নকল
কোনটা আসল খাঁটি ।