লেলিহান যুদ্ধের
ভয়াবহ ধ্বংসে
মানবতা হাহাকার
নির্মম রঙ সে।
পথে পথে মৃত্যু
অসহায় কান্না
ও মানুষ চুপ কেনো
শুনতে কি পান না।
কদাকার রাজনীতি
ইগো আর অর্থে
অসহায় মানুষের
কেন হবে মর তে।
বিশ্বের শান্তি
করে যারা নষ্ট
ভুলে যায় মানুষের
অযাচিত কষ্ট ।
প্রতিহত করি চলো
ঐ সব দুষ্ট
বেঁচে থাক মানবতা
হয়ে পরিপুষ্ট ।