মানচিত্র
আগুন বলে পারবি কি তুই তীব্র ভাবে জ্বলতে
নদী বলে লক্ষ্য পথে হবে যে তোর চলতে।
গাছ বলে ঠায় শক্ত ভাবে হবেই তোকে থাকতে
স্বপ্ন বলে,স্বপ্ন ছবি পারবি কি ঠিক আঁকতে।
বাতাস বলে আয় দেখি তুই পারিস কত উড়তে
মেঘ বলে চল যাই কোথাও অনেক দূরে ঘুরতে।
মাটি বলে মাটির মতই ধৈর্য্য ধারণ করতে
সাহস বলে হবেই তোকে বীরের মত লড়তে।
বিবেক বলে আঁধার ঠেলে সামনে হবে বাড়তে
দুষ্টু গুলোর টুটি চেপে হবেই এবার মারতে।
জীবন বলে বিপদ হলে পারবি কি তুই হাসতে
কষ্টে জড়ো লোকগুলোকে সত্যি ভালোবাসতে।